IAN Celebration 2021 Hosted by BAGN
A letter from Celebration organizers –
Subhajit Ghosh and Ujjal Singha
সবাইকে একটা “Thank You” message পাঠাতে যাচ্ছিলাম কিন্তু ভাবলাম কি ভাবে ধন্যব্বাদ দেবো নন্দিতা বন্দোপাধ্যায়কে যে কিনা রাত দুটো পর্যন্ত খালি মিষ্টি বানিয়েছে যাতে পারফেক্ট গোল সাইজের রসগোল্লা হয়, কিংবা সুপ্তি চৌধুরী কে যে কিনা হাফ ট্রে আলুর দমের বদলে বানিয়ে দিয়েছে ডাবল আলুর দম আর সাথে অনেকগুলো লুচি। ঈপ্সিতা মুখার্জী কেই বা কি বলে ধন্যবাদ দেবো যে কিনা লুচির অনেকখানি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল বা শুভজিৎ-মৌমিতা কিংবা সংহিতা যারা কিনা আগের দিন রাত একটা পর্যন্ত পার্টি করেও পরের দিন সকল বেলায় ছোলার ডাল আর লুচি করে দিয়েছে। অনন্যা চট্টপাধ্যায়, নবনীতা ঘোষ, তনুশ্রী রায়, বর্ণালী রায়, সুমিতা চক্রবর্তী ঘোষ – এরা যেভাবে ঝাঁপিয়ে পরে কালাকাঁদ, লুচি, রসগোল্লা, আলুর দম আর ঝাল মুড়ি বানিয়ে দিয়েছে সেই উৎসাহ কে একটা ছোট্ট “ধন্যবাদ ” দিয়ে মাপা যায়? এ তো গেলো আমাদের ফুড volunteers দের কথা। কিন্তু আলাদা করে বলতেই হবে সৌমেন ঘোষের কথা। সৌমেনদার ৬০ তে ১৬ দের মতো এনার্জি এন্ড enthusiasm। পরমা-চয়নের আউটস্টান্ডিং কান্ট্রিবিউশন (পরমা came out from a college submission only to keep their promise), নিলয়ের কোনো কথা না বলে জাস্ট কাজ করে যাওয়া এসব কে কি করে আমি আর উজ্জ্বল সিংহ যে ধন্যবাদ দেবো তা ভেবেই পাচ্ছি না। একজনকে ধন্যবাদ দেবো না কিন্তু অবশ্যই বলতে চাই আমাদের চেয়ারপার্সন শুভঙ্কর সরকার এর কথা। The unconditional support from back end and front end ও যেটা দিয়েছে by sacrificing his own personal commitment was simply outstanding and admirable। দেবজ্যোতি এবং অভিরূপ both were phenomenal from background তাই ভাবলাম “ধন্যবাদ ” হয়তো সঠিক ভাবে এই ইমোশনাল বন্ডিং-টাকে রিপ্রেসেন্ট করতে পারবে না।
আমার আর উজ্জ্বলদার তরফ থেকে BAGN এর হয়ে তোমাদের সবাইকে বলতে চাই “WE LOVE YOU”
যদি কেউ বাদ পরে যায় তাহলে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করে দিও। ভুল হতে পারে কিন্তু তাতে ভালোবাসায় কোনো কমতি হবে না।